Calculate Your Zakat Here
Ramadan Food Package and Ifter Support since 2020
সম্ভাবনার প্রকল্পগুলোতে যাকাত প্রদান করুন স্থায়ী দারিদ্র নিরসনে অংশগ্রহন করুন।
একজন দরিদ্র মাকে স্বাবলম্বি করতে সেলাই মেশিন ও সেলাই এর সরঞ্জাম মাত্র ১০ হাজার টাকা। একজন দরিদ্র পরিবারকে স্বাবলম্বি করতে ব্যবসায়িক মূলধন প্রদান করুন মাত্র ১৫ হাজার টাকা। একজন শিশুর এক বছরে শিক্ষা ব্যয় ১২ হাজার টাকা আপনার যাকাত প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মাধ্যমে অসহায় ও বঞ্চিত মানুষের কাছে পৌছে দেয়ার জন্য বদ্ধপরিকর সম্ভাবনা। উল্লেখ্য সম্ভাবনা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করা, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খাদ্য বিষয়ক সহায়তা, অসহায় নারীদের দক্ষতা প্রশিক্ষণ প্রদান এবং আরও নানা ধরনের মানবিক সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।