পুষ্পকলি শীত ‍উৎসব ২০২২

শীত আমাদের কাছে একটি উৎসবের সময় হলেও পথ শিশু এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে শীত মানেই দের কাছে শীত মানেই বিভিষিকা। আমরা জানি পথ শিশুদের ৮৪ শতাংশর কোনো শীতবস্ত্র নেই। ৫৪ শতাংশ অসুস্থ হলে দেখার কেউ নেই। হাড়কাঁপানো শীতে সকাল হতেই উদম গায়ে খাবারের সন্ধানে যাওয়া। পিঠা পুলি বলতে মানুষে কাছে চেয়ে চিন্তে ভিক্ষা হিসেবে যা পাওয়া যায় সেটুকুই। আর দেশের উত্তর অঞ্চলে শীত মানেই আর এক দুঃস্বপ্ন। প্রতিবছর শীত এবং ঠান্ডাজনিত রোগে সেসব অঞ্চলের শিশু ও বৃদ্ধদের মৃতের সংখ্যা গড়ে ১০০ জন। শীতে এই সকল মানুষের কষ্ট দুর করে একটি উৎসবের আমেজ দিতে প্রতিবছরের মত এবারের শীতেও সম্ভাবনা আয়োজন করতে যাচ্ছে পুষ্পকলির শীত উৎসব। এ উৎসবে সম্ভাবনা ঢাকার পথ শিশু, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে পিঠা উৎসব এবং ঢাকাসহ দেশের নয়টি জেলা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, মাদারিপুর, রংপুর, পাবনা জেলার একান্ন’শত (৫১০০) সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতের পোষাক, কম্বল এবং সচেতনতা বৃদ্ধির জন্য ক্যম্পেইন পরিচালনা করবে।

Winter Festival

কি থাকছে শীত উৎসবে

>বিজয় দিবসের প্রথম প্রহরে ঢাকার পথের ছিন্নমূল মানুষের মাঝে শীতে পোষাক ও কম্বল বিতরণ
>সারাদেশের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতের পোশাক ও কম্বল বিতরণ।
>সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে পুষ্পকলি শীত উৎসব আয়োজন ও পিঠা উৎসব।

শীতার্ত মানুষের পাশে থাকুন

> একটি শীতের কম্বল দিয়ে।
> একটি শীতের পোষাক দিয়ে।
> আর্থিকভাবে সহায়তা করে।
> একটি ব্যবহার যোগ্য পুরাতন শীতের পোষাক দিয়ে।

সেচ্ছাসেবী হিসেবে নিবন্ধন করুন

সুবিধা বঞ্চিত শিশু ও ছিন্নমূল মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে সম্ভাবনার সাথে যুক্ত হোন।